বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

খাগড়াছড়ি জেলা পুলিশের পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলা পুলিশের পর্যালোচনা সভা অনুষ্ঠিত 

খাগড়াছড়ি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জেলার সকল ইউনিটের ইনচার্জদের নিয়ে খাগড়াছড়ি জেলা পুলিশের মার্চ মাসের কীট প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা  অনুষ্ঠিত হয়। এরপর খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ফেব্রুয়ারি মাসের আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার)।

কীট প্যারেড পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার ফোর্সদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। খাগড়াছড়ি জেলা পুলিশের সকল সদস্যদের কল্যাণে তিনি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণে সর্বদা বদ্ধ পরিকর। 

এই সময় পুলিশ সুপার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিকট থেকে পুলিশ লাইন্সের আবাসন, রেশন, পরিবহন, ডিউটি সংক্রান্ত ও পারিবারিক বিভিন্ন সমস্যাসহ তাদের নিকট হতে সমস্যাসমূহের সমাধানের বিষয়ে সকলের ব্যক্তিগত মতামতসমূহ শোনেন এবং সমস্যাগুলো সমাধানের সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করেন।
 
জেলার অভ্যন্তরীণ আভিযানিক ও দাপ্তরিক বিভিন্ন বিষয়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় খাগড়াছড়ি জেলা পুলিশের ৪ পুলিশ অফিসারকে সার্বিক মূল্যায়নের প্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসের জেলার শ্রেষ্ঠ হিসেবে কল্যাণ সভায় সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করা হয়।

পুরষ্কার প্রাপ্তরা হলেন-শ্রেষ্ঠ সার্কেল-খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার,  মো. তফিকুল আলম, শ্রেষ্ঠ ওসি- পানছড়ি থানার ওসি মো. শফিউল আজম, শ্রেষ্ঠ এসআই-মাটিরাঙ্গা থানার এসআই বরকত উল্লাহ, শ্রেষ্ঠ এএসআই- মাটিরাঙ্গা থানার এএসআই শাহ নেওয়াজ (পিপিএম)।

মাসিক অপরাধ পর্যালচনা সভায় খাগড়াছড়ি পুলিশ সুপার বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং চোরাচালান রোধে জেলার সকল ওসিদের উদ্দেশ্যে মাদক ও চোরাচালানের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে তৎপরতার সহিত পুলিশিং কার্যক্রম করার নির্দেশ দেন।

টিএইচ